ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

কুবিতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 

কুবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৮:২৫, ৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৫ জুন) সকাল ১১টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ১০০টি ফলজ, বনজ এবং ঔষুধী গাছ রোপণ করা হয়। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করেছে। 

এ সময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি